ফটোক্রমিক / ফটোসান লেন্স কি, এই লেন্স কিভাবে কাজ করে?
ফটোক্রোমিক / ফটোসান লেন্স হল এমন লেন্স যা ঘরের ভিতরে স্বচ্ছ থাকে, কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মির (UV light) সংস্পর্শে এলে কালো হয়ে যায়। মূলত,ফটোসান লেন্স ব্যাবহারে একই ফ্রেমে চশমা এবং সানগ্লাসের সুবিধা পাওয়া যায়। এই লেন্স ১০০% UV light ব্লক করতে পারে। কখন আপনার ফটোক্রোমিক লেন্স পরা উচিত?আপনার যদি প্রতিনিয়ত বাসায় ও বাইরে কাজ থাকে তখন আপনার ফটোক্রোমিক / ফটোসান লেন্স পরা উচিত। যেমন ধরুন আপনার যদি সকাল থেকে অফিস…