Posted on: February 29, 2024 Posted by: Eyedol Bangladesh Comments: 0

চোখ আমাদের মূল্যবান চোখের যত্ন ও সুরক্ষায় আমরা চশমা ব্যাবহার করি। অনেকে ফ্যাশন হিসেবেও চশমা ব্যাবহার করে থাকেন। অতি প্রয়োজনীয় এই চশমাটির ব্যাপারে আপনি কতটা সচেতন? চোখ ভালো রাখতে চশমারও যত্ন চাই, আসুন জেনে নেওয়া যাক কিছু সহজ টিপস।

যা করবেন

  • চশমা দু’হাত দিয়ে পরবেন ও দু’হাত দিয়ে খুলবেন।। এক হাতে চশমা খুললে বিশেষ করে রিমলেস চশমার ক্ষেত্রে ফ্রেম বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা আকার বড় হয়ে যেতে পারে। তাই এসময় সতর্ক থাকুন।
  • চশমা একটু খুলে গেলে বা আলগা হলে এক আঙুল দিয়ে নাকের ঠিক ওপরের অংশে চাপ দিয়ে আগের অবস্থানে চশমা বসিয়ে দিলে নাকের ওপর বাড়তি চাপ পড়ে। এর পরিবর্তে দুই আঙুল দিয়ে গ্লাসের ওপরে-নিচে ধরে যথাস্থানে বসিয়ে দিন।
  • পলিকার্বোনেট লেন্সগুলি ভেঙে যায় না। তাই লেন্সগুলি প্রতিদিনের ব্যবহারের জন্য খুব ভাল বলে মনে করা হয়। ধরে নেওয়া যাক, কোনও কারণে যদি চশমার কাচের লেন্স ভেঙে যায় এবং কাঁচের টুকরো চোখে চলে যায়, তাহলে মারাত্মক আঘাত লাগতে পারে। সবসময় তাই পলিকার্বোনেট লেন্সের চশমা পরুন।
  • চশমা খুলে রাখার সময় লেন্সের দিকটা সবসময় ওপরের দিকে রাখুন। লেন্স নিচের দিকে রাখলে ঘষা লেগে দাগ হতে পারে।
  • চশমার বাম ডাঁট আগে ভাজ করে ডান ডাঁটটি ভাজ করতে হয়। উল্টো করলে সমস্যা নেই। তবে এভাবেই দুটো ডাঁট ভাজ করে চশমা বানানো হয়।  
  • প্রতিদিন নিয়ম করে মাইক্রোফাইবারের কাপড় দিয়ে আলতোভাবে চশমার লেন্স ও সারফেস মুছে নিন।
  • চশমায় ঘাম লাগলে তা ভালো করে মুছে রাখুন। ঘাম বসে গেলে ফ্রেমে দাগ হয়ে যায়। এ ছাড়া ঘাম লেন্সেরও ক্ষতি করে।
  • লেন্সের স্ক্র্যাচ কম ও ফ্রেমের শেপ ভালো রাখতে চাইলে যখন চশমা পরে থাকবেন না, তখন নির্দিষ্ট সাইজের শক্ত কেসে রাখুন।
  • ঘুমানোর সময় চশমা খুলে রাখুন। বালিশের পাশে বা নিচে না রেখে কেস ব্যবহার করুন।
  • দীর্ঘদিন একই চশমা পরলে অনেক সময় লেন্স ফ্যাকাশে হয়ে যায় কিংবা লালচে আভা দেখা দেয়। এ ক্ষেত্রে দেরি না করে নতুন চশমা বানিয়ে নিন।
  • কোনো অসুবিধাবোধ না হলেও বছরে অন্তত দুইবার চোখের পাওয়ার চেক করুন।

যা করবেন না

  • এক হাত ব্যবহার করে চশমা খুলবেননা। এক হাত ব্যাবহার করে চশমা খুললে হাতল বাঁকা হয়ে যায়। লেন্সের পজিশন বদলে যায়। হাতলের শক্তি কমে যায়। এতে সহজেই চশমা খুলে পড়ে যেতে পারে।
  • চশমা মাথার ওপর তুলে রাখবেন না। এতে চুলে লেগে থাকা তেল, ময়লা, খুশকি ইত্যাদিতে গ্লাস ঝাপসা হয়ে আসে, চশমার অ্যালাইনেন্ট নষ্ট হয়ে যায়। চশমার লেন্স ঠিক থাকলেও অ্যালাইনেন্ট ঠিক না হলে দেখতে অসুবিধা হয়।
  • হাতের কাছে যা পাবেন তা দিয়েই চশমার কাচ মুছবেন না। বিশেষ করে তোয়ালে, গামছা, রুমাল, টিস্যু—এসব দিয়ে। চশমা মোছার জন্য এক ধরনের মাইক্রোফাইবার কাপড় পাওয়া যায় (যা সাধারণত চশমার সঙ্গে দোকান থেকে দিয়ে থাকে)। এক হাতে ভালো করে চশমা ধরে অন্য হাত দিয়ে পরিষ্কার করুন।
  • চশমা পরিষ্কার করার জন্য অ্যামোনিয়া, ব্লিচ, ভিনিগার বা উইনডো ক্লিনার জাতীয় জিনিস ব্যবহার করবেন না। এগুলো চশমার লেন্স ও কোটিংয়ের ক্ষতি করে।
  • চশমায় যাতে ঘাম বা তেল জাতীয় কোনো কিছু লাগলে তা সহ চশমা ফেলে রাখবেননা।
  • চশমা পরে শুয়ে বই পড়বেন না।
  • হাত দিয়ে চশমার লেন্স ধরা যাবে না। এতে লেন্সে আঙুলের ছাপ পড়ে যায় এবং দেখতে অসুবিধা হয়।

Leave a Comment